পৃষ্ঠাসমূহ

মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১২

আজো কি শুনিনি


আজও কি শুনিনি সেই মায়াকান্না,
কেউ কি আজও অনুভব করিনি সেই চিরচেনা ব্যাথা ??


আর কত রবো নিরবে,
রক্তে কি আমার জুম্ম জাতীয়তাবাদ না রবে ?


আর কত দিন সইবে অনাচার, অত্যাচার, আর কত হারাবে জমি ।
আজও কি তেষ্টা মিটে না, আর কত রক্ত চাও তুমি ?


হে স্বঘোষিত নির্ধারক, আজও কি শুননি সেই মায়াকান্না !
কত আর ঝড়াবে নিজেদের রক্ত, কবে বুঝবে কোথায় সেই চিন চিনে ব্যাথা ?


আজও তারা ভুলেনি এম এন লারমা তাদের রক্তে,
আজও জ্বলে তাদের বুক, আজও ভুলেনি তারা লড়তে।


জেনো আজও অভাগারা বুনে চলেছে স্বপ্ন,
তোমাদের দিকেই তাকিয়ে সবাই কোরো না যেন তাদের আসা ভঙ্গ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন